BMV-17 তোতলা হাবলা
তোতলা হাবলা
হাবলা নামে স্মার্ট ছেলেটা টাই- প্যান্ট -কোটে,
সিক্স প্যাক বানিয়েছে বেশ, মেয়ে কিন্ত না জোটে।
পড়াশুনায় মন্দ না সে ,চাকরি পায় সে কোর্টে ,
বড্ডো তোতলা, মক্কেল ধরে, কোনো কেসেই না জেতে।
রমা রামের ডিভোর্স কেসে, হাবলা গেছে তোতলে,
রামে তে আটকেছে সে, রমা নামটা কেবলই ভোলে।
ডিভোর্স কিন্তু হলো তাদের, রাম রমা আজ বড্ডো দুঃখী ,
ডিভোর্স পেপার খুলে দেখে, রমার জায়গায় সীতা মা এ কি?
রাম রমা আজ বেজায় খুশি,
ভাগ্যে হাবলা তোতলে ছিল আজ বেশী,
জম্পেস উকিল ধরলে কিন্তু, দাম্পত্য জীবনের হতো যে আজ ফাঁসি ।