HAWKER

BMV-19 দেবুদার ঘুগনি

ঘুগনি

টিফিন টা ফেলে দাও,

খাবে বেশ বকুনি,

চটপট চলে এসো,

যদি খাবে দেবুদার ঘুগনি।

 এখনো গরম আছে,

ধরে তুমি দেখো ভাই, 

লাল শালুতে মোড়া,

কি শাল পাতার ডোঙা চাই ? 

 চামচ ও আছে সাথে,

পেটে গেলে ক্ষতি নাই।

পয়সা টা আগে দাও,

ধার বাকি রাখি  না  যে ভাই, 

কিছুটা বা কম হলে,

কাল কিন্তু দেওয়া চাই।

কাকিমা রেঁধেছেন বেশ,

ঝাল কিন্তু দেননি, 

অবুঝ সন্তান তোমরা,

জানি,জ্ঞান কিন্তু এখনো হয়নি।

বাবার পকেট মেরে,

আমায় কত খুশি করো, 

বড় হয়ে আপিস গেলেও,

আমায় কি আজও ভুলতে পারো। 

আমার ঘুগনি খেয়ে,

সবাই কতই না এখন, দেশে বিদেশে,

 বার্গার খেয়ে, পাট্টিস খেয়ে,

ফিরতে হবে বাপু এই স্বদেশেতে।

 তোমরা আজ অনেক বড়,

অনেক প্রতিপত্তি,

 বৃদ্ধ হয়েছি, চোখে দেখিনা,

তাও বুঝি ভাবি শুয়ে, 

এককালে তোমরাই তো ছিলে,

  দেবুদার  এতকালের  সম্পত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

BMV-20 SRINIVAS RAMANUJAN

April 14, 2021

satta king tw