Uncategorised

BMV-45 দুগ্গা মায়ের জয়

দুগ্গা মায়ের জয় 

রংবাহারি তোমাদের সাজ পোশাক,                

আমাদের মুখে কেন নেই ভাত,

ফিবছর ঘুরি প্যান্ডেলে প্যান্ডেলে,                

এ বছর তাও এতটুকু না মেলে।


ষষ্ঠীতে মা তোমার বোধন,                    

  সপ্তমীতে নবপত্রিকার বাঁধন,

পোশাক বলতে ছেঁড়া সে সাজ,      

           . কোথায় পাবো এ বছরে আজ।

আমাদের কথা কতই না লোকে বলে, 

কাছে গেলেই সব দূরে যায় চলে,

অষ্টমীতে উপোসি অঞ্জলি,                

খিদেতে দুভায়ের পেট যায় জ্বলি।

নবমী দশমী মাগো বিদায়ী আক্ষেপ,    

             আমাদের উপোস প্রতি পদক্ষেপ।

কুড়াদান সে তো তাও ভালো,          

কপালে জোটেনি সে যে উচ্ছিষ্ট গুলোও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw