BIOGRAPHY

BMV-12 DR. DEBI PRASAD SHETTY

Dr. Debi prasad Shetty

পৌরাণিক কাহিনী মতে আমাদের সকলের জানা মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ। একটা গানের দুটো কলি আমাদের মুখে মুখে আজও একই ভাবে বিরাজ করে সেই মা ঠাকুমার সময় থেকে যা শুনে শুনে আমরাও বড় হয়েছি “যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর ও ঘরে, মথুরাতে দেবগণ ও পুস্প বৃষ্টি করে”।

আমাদের সর্বজন বিদিত পৃথিবী বিখ্যাত এ হেন কলিযুগের কৃষ্ণ, ডাক্তার দেবী শেঠির নাম বললেও বিন্দুমাত্র অত্যুক্তি হবে না,কারণ উনি নিজেও এক অষ্টম গর্ভজাত সন্তান।

জন্ম 8th May 1953, কর্ণাটকে মাঙ্গালুরু শহরে।স্ত্রী শকুন্তলা দেবী ও চার পুত্রসন্তান তাঁদের নাম যথাক্রমে অনিশ, বীরেন, আমিয়া,ও বরুন শেটি।

তিনি যখন ক্লাস ফাইভে ছিলেন তখন থেকেই স্বপ্ন দেখেন ডাক্তার হবেন তাও আবার হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে। এ ব্যাপারে তিনি উদ্বুদ্ধ হন একটি ঘটনা থেকে -একজন দক্ষিণ আফ্রিকার সার্জন Dr. Christian Barnard প্রথম এই হৃদরোগ সম্বন্ধে অস্ত্রোপচার করেন। বাবা ও মায়ের প্রায়ই শারীরিক অসুস্থতা এতটাই তাঁকে বিচলিত করতো, আর সেখান থেকেই সংকল্প।

Journey of Dr. Debi Shetty’s as a Cardiac Surgeon

1979 সালে MBBS ডিগ্রী সম্পন্ন করেন, এরপর পোস্ট গ্রাজুয়েট শেষ করে মাঙ্গালোরে কস্তুরবা মেডিক্যাল কলেজ থেকে জেনারেল সার্জন হয়ে কাজ শুরু করেন।এরপর পাড়ি দেন লন্ডনে আরো ডিগ্রী হাসিল করার জন্য guys hospital, uk, এরপরই 1989 সালে যোগ দেন কলকাতার B M BIRLA HEART CENTRE এ।

1992 সালে প্রথম হার্ট সার্জারি করেন ও সফলতা পান। কলকাতায় থাকাকালীন উনি mother teresa র চিকিৎসক ও একনিষ্ঠ ভক্ত ছিলেন। সেবাই হোলো জীবনের পরম উদ্দেশ্য সেটা Mother Teresa র থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন। তাই পরবর্তীকালে প্রায় বিনামূল্যে বহু চিকিৎসাও করেন।

Charity is not scalable, good business principals are scalable…..

যে কোনো চিকিৎসা খুবই অল্প খরচেই সম্ভব যদি সেটা পরিকল্পনা মাফিক করা যায় ।উনি বিশ্বাস করতেন যুক্তরাষ্ট্রে হৃদরোগের জন্য যে পরিমান অর্থমূল্যের প্রয়োজন তার থেকে অনেকই কমমূল্যে ভারতে সম্ভব আর সেটা প্রমাণও করে দিয়েছিলেন।2009 সালে বিশ্ববিখ্যাত world History Medical Journal এ “Henry Ford of Heart Surgery”হিসেবে আখ্যা পান।

এযাবৎ উনি যতগুলো হৃদরোগের চিকিৎসা করেন অধিকাংশই গরিব শ্রেণীর লোকেদের আর তা প্রায় বিনামূল্যেই বললে চলে।ব্যাঙ্গালোরের Narayana Heart Research Centre এ এখনো উনি বিনামূল্যে চিকিৎসা করে থাকেন ও লক্ষ্য রাখা হয় কোনো রোগীকে যেন বিনা চিকিৎসায় ফেরৎ না যেতে হয় অর্থাভাবে।

“how can a beggar effort to use mobile,its simply business scalability of the mobile company”

উনি নিজে একজন কত বড় মাপের মানুষ একটা ঘটনা থেকে বোঝা যায় যা Mother Teresa উনাকে বলেছিলেন। Mother Teresa যখন হৃদরোগে আক্রান্ত হন তখন উনি Dr. Debi Shetty র চিকিৎসাধীন।

Mother Teresa and Dr. Debi Shetty

সেই সময় একই হাসপাতালে এক নবজাত শিশুর সারাটা শরীর নীল হয়ে গেছিলো ও উনি বারবার সেই শিশুটির বিশেষ নজর দিতে থাকেন। তা দেখে Mother Teresa বলেছিলেন -“আমি বুঝি তুমি কেন এই হাসপাতালে এতক্ষন সময় কাটাও, তুমি হলে ঈশ্বরের সাক্ষাৎ দূত, উনি তোমায় পাঠিয়েছেন এই পৃথিবীতে সেবার কাজে, তোমার সেবায় ঈশ্বরও তুষ্ট একদিন তুমি পৃথিবী বিখ্যাত হবে”।

Child cardiac treatment

Show must go on, what exactly Dr. Shetty’s version in an interview

আমাদের এই ধরণের প্রতিষ্ঠান চালানো সত্যিই ব্যয়বহুল। প্রচুর অর্থের প্রয়োজন হয় যাঁরা সত্যিই গরিব তাঁদের যেমন সেবা পাওয়ার প্রয়োজন আছে ঠিক তেমনি তাঁদেরকে আর্থিক ভাবে সাহায্য করার জন্যও কিন্তু NGO র প্রয়োজন আছে তাঁদের পাশে। তা না হলে আমাদের এই প্রতিষ্ঠান ও কিন্ত একদিন বন্ধ হয়ে যাবে।

আমরাও বা অর্থের সংকুলান করি কোথা থেকে। একটা অদ্ভুত শক্তি এর নেপথ্যে কাজ করে তাঁকে আমরা ঈশ্বরই বলি বা যেই নামেই ডাকি। কোথা থেকে ভারতবর্ষ ছাড়াও বিদেশ থেকেও মাঝেমধ্যেই বিপুল পরিমান অর্থ, দান হিসেবে আসে। এমনিতেই বহু স্বেচ্ছাসেবী সংগঠন তো আছেই, তবে বিশ্বাস করুন কোনোদিন কোনোরকম অর্থ সাহায্য চাইনি কারোর থেকেই। লোকের একটা বিশ্বাস আর ভরসা থেকেই এই সাহায্য পাওয়া সম্ভব হয়।

Breast cancer in Narayana Heart Research centre

মহিলাদের মধ্যে হামেশায় দেখা যায় এই রোগ ও অনেকটাই খরচা সাপেক্ষ।আমরা গ্রামেগঞ্জে ও শহরতলি অঞ্চলে বহু ক্যাম্প করে থাকি। সেখানে এই রোগ সম্পর্কে উপযুক্ত ডাক্তারও রাখি যাতে সু চিকিৎসা পাওয়া যায়। প্রতিটা ক্যাম্পে mammogram মেশিন রাখা হয় যাতে ব্রেস্টের একটা xray করা সম্ভব হয়। এই mammogram মেশিন খুবই ব্যয়সাপেক্ষ, যেটা বিনামূল্যে রোগীরা পেয়ে থাকে।

Mammogram machine

From where Dr. Shetty got the idea to start in rural area using mammogram machine

দেখা গেছে বাইশ জন মহিলার মধ্যে একজন মহিলা এই রোগে আক্রান্ত। শহরাঞ্চলে মহিলারা লজ্জা পান না কারোর সাথে এই ব্যাপারে আলোচনা করতে, যেটা গ্রামাঞ্চলে হয়ে থাকে। আর এমন সময় আমাদের কাছে আসেন ততক্ষনে অনেক দেরি হয়ে যায় উপযুক্ত চিকিৎসা দিতে। এব্যাপারে আমাকে উৎসাহিত করে infosys র কর্ণধার Mr. Nandan Nilkane ও তাঁর স্ত্রী Rohini উনারাই প্রথমে এগিয়ে আসেন ও দান হিসেবে দেন Mobile Mammography unit যা গ্রামাঞ্চলে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে।

Mobile Mammogram machine

যখনই কোনো রোগীনিকে জানানো হয় এটা পসিটিভ তখনই তাঁদেরকে নিয়ে আসা হয় ব্যাঙ্গালোরের Muslim Darshan cancer cetre এ।বেশিরভাগ মানুষই কর্ণাটকের স্থানীয় mediclaim এর অন্তরভুক্ত, আর যাঁরা না থাকেন তাঁদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও 1400 বেড যুক্ত এই হাসপাতাল।

E-Health centre

Cloud based eHealth

সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 25000 centre আছে যা সরকার দ্বারা পরিচালিত।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডাক্তারেরা রোগীর থেকে বিপুল পরিমানে অর্থ নিচ্ছেন কিন্তু সুচিকিৎসা করছেন না বা পারছেন না। অথচ রোগীর বাড়ির লোক চিকিৎসার জন্য ডাক্তারকে তাঁর যথাসাধ্য ধার্য ফিস দিচ্ছেন।

একটাই কারণ রোগীর রোগ সম্বন্ধে আরো দশজনের সাথে শলা পরামর্শ করছেন না পুরো তথ্যটাই নিজের কাছে রেখে দিচ্ছেন। ডাক্তারি শাস্ত্রটা হোলো এমন যা কোনো acute decision এ আসতে একার পক্ষে মাঝে মাঝে সম্ভব হয় না,এটা সবার সাথে আলোচনা সাপেক্ষ একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে।

Scale and scope of social responsibility -by Dr. Debi Shetty

এই e-health সেবার মাধ্যমে আমরা যথেষ্ট শিক্ষিত ডাক্তার রাখি। তাঁর প্রাথমিক অধিকার থাকে রোগীর সম্বন্ধে সমস্ত তথ্য, রিপোর্ট, যা যা তাঁকে করতে বলা হয়, সমস্তটাই ডাক্তারকে দেওয়া ট্যাব সেখানে নথিভুক্ত করা। ডাক্তার রোগীর সমস্ত তথ্য cloud এর মাধ্যমে আপলোড করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর সেটা দেখে আমরাই group of doctors সিদ্ধান্ত নিয়ে থাকি ঠিক কেমন চিকিৎসা হওয়া উচিৎ রোগীর ক্ষেত্রে।

এই e-Health চিকিৎসা কিন্ত বিনামূল্যে নয়। আমরা প্রয়োজন বুঝে রোগীকে ডেকে পাঠাই পরবর্তী কোনো সার্জারির প্রয়োজন হলে। এক্ষেত্রে রোগীর পারিবারিক আর্থিক অবস্থা বুঝেতবেই বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

“Udan” for child who really wants to be doctor

Dr. Debi Shetty পশ্চিবঙ্গের জন্য একটা নতুন প্রকল্প এনেছেন যাঁর নাম “উড়ান”। এটা সেই সকল বাচ্চাদের জন্য যাঁরা ভবিষ্যতে স্বপ্ন দেখে ডাক্তার হবো সেটাও পশ্চিমবঙ্গের গ্রামের ছেলেমেয়েদের জন্য। উনার বক্তব্য গ্রামের ছেলেমেয়েরা কঠিন সমস্যার মধ্যে সংঘর্ষের মাধ্যমে বড় হয়, একটা স্বপ্ন থাকে জীবনে এমন কিছু কাজ করবো যেটা সেবামূলক। আমাদের লক্ষ্য তাদেরকে ডাক্তার করা তারা সারাদিনে অন্ততপক্ষে ষোলো সতেরো ঘন্টা পরিশ্রম করবে ডাক্তারি সেবার মাধ্যমে।

উনি আরো বলেন যেই সকল বাচ্চারা ধনী পরিবার থেকে আসে তাদের কাজের ও খাটার মানসিকতা থাকে না। কেনই বা তারা যখন তখন রাতবিরেতে এই সেবা করবেন ছোটোর থেকে তো তারা এইভাবে বেড়ে ওঠেনি, অভাব আর পরিশ্রমের বোধটা শেখেই নি বাড়ির পরিবেশে, যেটা গ্রামের ছেলেমেয়েরা ছোটোর থেকেই করে এসেছে। “উপযুক্ত সেবা দিতে গেলে অর্থ আসবে না, আর অর্থ রোজগারের চিন্তা থাকলে রোগী ঠিকমত সেবা পাবে না”।এখনো পর্যন্ত 30 টি বাচ্চাকে উনার তত্ববধানে ডাক্তারি শাস্ত্রে পারদর্শী করার প্রয়াস জারি রেখেছেন।

Only Passionate children could be the Doctor

যে সমস্ত ছেলেমেয়েরা স্বপ্ন দেখে সে কি হতে চায় জীবনে সেটাই আসল। বহুক্ষেত্রে দেখা যায় বাবা ডাক্তার সে তাঁর সন্তানকেও ডাক্তার করতে চান, প্রয়োজনে বিপুল পরিমানে অর্থ খরচ করেন ডাক্তার বানানোর জন্য তাতে কি আদৌ কোনো সুরাহা হয় সমাজের ক্ষেত্রে। ডাক্তারি পাশ করার পরে একজন ডাক্তারকে আরো ষোলো সতেরো বছর সময় দিতে হয় ঠিকমত সেবামূলক কাজে

Award and Acolades of Dr. Debi Prasad Shetty

2001 সালে “Karnataka Ratna” award,2004 সালে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।2012 সালে পদ্মভূষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *