BIOGRAPHY

BMV-11 PALAK MUCHHAL, DREAM COMES TO REALITY, AND “CHARITY BEGAN FROM CHILDHOOD”

Palak Mucchal

আপনি জীবনে যেটাই চাইবেন সেটাই পাবেন, শুধুই নিজের উপর অগাধ বিশ্বাস, আর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।এক পুরোনো বৈদিক প্রচলিত তথ্য অনুযায়ী সর্বোজনবিদিত “যথা দৃষ্টি তথা সৃষ্টি”। আপনি ঠিক যেমনটা আপনার ও আপনার পারিপার্শ্বিক অবস্থান কে দেখতে চান ঠিক তেমনটাই আপনি হয়ে যান।একথার যুক্তিকতা Mr. Nokola Tesla তাঁর বিখ্যাত বই secret code 369 তে বিস্তারিত জানিয়েছেন।

Date of birth, aim in life….

খুবই অল্প বয়সে মাত্র চার বছর বয়সে, এই শিশু palak Muchhal ভেবেই নিয়েছিল আমার এই পৃথিবীতে আসার এক এবং অদ্বিতীয় কারণ নিজেকে প্রতিষ্ঠিত করবো জীবনে একজন প্রতিষ্ঠিত গায়িকা হিসেবে তাও আবার অন্যের প্রতি সেবামূলক কাজের মাধ্যম দিয়ে অর্থ সাহায্য করে। গানই হবে আমার সে উৎস যা বিনোদনের মাধ্যমে আমাকে সিনেমা জগৎ চেনাবে।মানুষের উপকারই হোলো আমার শিশুকালের এক স্বপ্ন।কথায় বলে মানুষের আশীর্বাদই হোলো তাঁকে শীর্ষে পৌঁছনোর রাস্তা।

30শে মার্চ 1992 সালে ইন্ডোর শহরে এক মারওয়াড়ি পরিবারে জন্ম।বাবা রাজ কুমার মুচ্চাল, একজন লেখক এক বেসরকারী সংস্থায়। মা অনিতা মুচ্চাল গৃহবধূ।আর একটি ভাই এই নিয়েই তাদের ক্ষুদ্র পরিবার ।

ঠিক চার বছর বয়সে স্কুলে লতা মঙ্গেস্করের একটা গান গেয়ে বিপুল সাড়া জাগিয়েছিল, আর তাতেই মা বাবা তাকে শাস্ত্রীয় সংগীতে তালিম দেন উপযুক্ত গুরুজীর কাছে।

Charity begins at home

1999 সাল ভারত পাকিস্তান সীমান্তে কার্গিল যুদ্ধ লাগে,প্রচুর ভারতীয় সৈন্য সেই যুদ্ধে মারা যান। পলক তখন মাত্র সাত বছর বয়স,সে ইন্ডোর শহরে রাস্তায় ঘুরে ঘুরে গান করে মানুষকে গানের দ্বারা মন্ত্রমুগ্দ্ধ করে ফেলে নিমেষে। উদ্দেশ্য একটাই মৃতের পরিবার কে আর্থিক সাহায্য করা। যদিও যৎসামান্য অর্থমূল্য পঁচিশ হাজার টাকা তুলে দেন তাঁদের কে।আর রাতারাতি মিডিয়ার চোখে এক বহু চর্চিত নাম ভারত তথা সারা বিশ্বে এক অসামান্য নজির সৃষ্টি করেন।

এর পরেই এক বিধ্বংসী ঝড় যা উড়িষ্যা ও তার উপকূলবর্তী অঞ্চলকে তছনছ করে ফেলে, সেখানেও সে একই ভাবে গান গেয়ে অর্থ সাহায্য করে।

Child beggar

একবার পলক তার বাবা মায়ের সাথে এক ট্রেনে যাত্রা করছিলো। একটা প্রায় তারই বয়সী শিশু নিজের পরনের জামা খুলে সেই জামা দিয়ে গোটা ট্রেন টা ঝাড় দিচ্ছিলো আর অর্থ সংগ্রহ করছিলো। শিশুমন আরেকটা শিশুর এভাবে নিজের পরনের বস্ত্র খুলে অন্যের সেবা করছিলো, পলককে নাড়িয়ে দিয়েছিলো সেইদিন।

ঈশ্বর হয়তো সবই দেখান আমাদের,আমরা অনেকেই এটাই সাধারণ বলে ধরে নেই। পলককে দেখিয়েছিলেন তাকে এই সেবার কাজে আরো সোচ্চার হতে,তাই তার দেখার ও উপলদ্ধির দৃষ্টি সবার থেকে আলাদা, তাতেই সে অসামান্য।

ঠিক এরই কিছুদিন পরে ইন্দোরের এক স্কুলের ছাত্র লোকেশ হৃদরোগে আক্রান্ত, তার বাবার আর্থিক স্বচ্ছলতা ছিল না ছেলের উপযুক্ত চিকিৎসা করার । ইতিমধ্যে গোটা ইন্দর শহরে পলকের একটা সুনাম হয়েছে। সে সেই স্কুলের হয়ে লোকেশের জন্য গান করে আর অর্থ সংগ্রহ হয় একান্ন হাজার টাকা, যা প্রয়োজনের তুলনায় কম আরো উনোত্রিশ হাজারের খামতি। এখানেও তার প্রয়াস মিডিয়াকে আরো আকর্ষিত করে।

Power of believe system

কথায় বলে তুমি এগিয়ে তো চলো,এক অদৃশ্য শক্তি আছে যাঁকে ঈশ্বর বলি বা যেই নামেই আখ্যা দেই না কেন উনি আরেকটা হাত বাড়িয়ে দেন তোমার জন্য।

সেই ঈশ্বররূপী মানুষ ডাক্তার দেবি শেঠি মিডিয়া মারফৎ জানতেই বিনামূল্যে চিকিৎসা করেন লোকেশের।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তাঁদের অসুস্থ ছেলে মেয়েদের চিকিৎসার জন্য পলকের মা বাবার সাথে যোগাযোগ করে। আর এর পরেই শুরু হয় আরো বড় করে যাত্রাপথের সূচনা,পঁয়ত্রিশটা বাচ্চার চিকিৎসার ব্যয়ভার নেয় সে আর জমা রাশি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।

Singing Charitable Organisation “Dil se Dil Tak”

আন্তর্জাতিক স্টেজ শো শুরু করে ভাই পলাশকে নিয়ে 2000 সাল থেকেই, উদ্দেশ্য সেবা করবো আরো বৃহৎ আকারে।নিজের এই গানের সংস্থার নাম দেন “dil se dil tak”।2006 সালের মধ্যেই সে 1.2কোটি টাকা জোগাড় করে ফেলে গান গেয়ে আর তাতেই প্রায় দুশোর ও বেশি বাচ্চাকে সুস্থ করতে সক্ষম হয়।আর সূচনা হয় এক নতুন দিগন্তের Palak Mucchal Heart Foundation।

List of songs

2011 সালে প্রবেশ ঘটে পলকের হিন্দি সিনেমা জগতে এক পার্শ্বগায়িকা হিসেবে।আর প্রথম সাফল্য এনে দেয় “দামাদম”নামে এক সিনেমার জন্য।” EK THA TIGER” SALMAN KHAN এর সিনেমার নতুন গান “LAPATA ” বিশ্বজুরে সারা ফেলে দেয়। 2014 সাল বক্স অফিস কাঁপানো গান মিকা সিংহের সাথে” Jumme ki rat”, 2016 Ms Dhoni পলককে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

জীবনের মূল্যই হোলো, অন্যকে অনেক খানি মূল্য দেওয়া, কারণ এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *